ডেস্ক রিপোর্ট ॥ চট্টগ্রামে নাশকতার মামলায় বিএনপির ৩২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানী শেষে ১৫ জনকে জামিন দিয়ে অপর ৩২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামী পক্ষের আইনজীবি এড, নাজিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বায়েজিদ থানা ও চাঁন্দগাও থানার দু’টি মামলায় হাইকোর্টে জামিনে থাকার পর আদালতে আত্মসমর্পণ করলে আদালত ১৫ জনকে জামিন মঞ্জুর করে ৩২ জনকে কারাগারে পাঠান।