ডেস্ক রিপোর্ট ॥ চট্টগ্রামে ২০১৮ সালে চান্দগাঁও থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ফখরুদ্দীন চৌধুরী বলেন, নাশকতা মামলায় বিএনপির নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। সোমবার তারা মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের বিরোধিতায় আদালত শুনানি শেষে ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নিউজ৭১/জেএম