ডেস্ক রিপোর্টঃ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী ব্যয় মেটাতে প্রয়োজনে নিজের পকেটের অর্থ খরচ করবেন বলে জানিয়েছেন তিনি।
গত (৮ সেপ্টেম্বর ) ফ্লোরিডার উদ্দেশ্যে যাত্রার শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে প্রচারণা তহবিলের বাইরে ব্যক্তিগত তহবিল থেকে নির্বাচনের প্রচারের জন্য ব্যয় করবো।
এসময় তিনি ২০১৬ সালে রিপাবলিকান প্রাইমারিতে নিজের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ ব্যয় করার কথা উল্লেখ করে আরো বলেন, নির্বাচনে জেতার জন্য যা যা করা দরকার তা তা করা হবে।
নিউজ৭১/জেএম/এআরএন