ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামে পরিবেশের ক্ষতি করায় নগরীর বিভিন্ন এলাকার তিনটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. নূরুল্লাহ নূরী এসব জরিমানার আদেশ দেন। এছাড়া, দুই টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বুধবার দিনব্যাপি পৃথক অভিযানে এসব জরিমানা করা হয়।
নিউজ৭১/জেএম/এআরএন