শাপলা টিভি রিপোর্টঃ
দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রভিন্সের এরমেলো শহরের পাশে আমাসপোর্ট এলাকায় বসবাকারী দীলিপ কুমার নামে হিন্দু ধর্মাবলম্বী এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রবাসী রাজিব ভুইয়া জানান, দীলিপ কুমার তিন দিন পুর্বে হৃদরোগে আক্রান্ত হলে ফলগাস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (২৪জুন) দুপুরে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত দীলিপ কুমারের দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার জামালপুর বলে জানা গেছে।