ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল আযহা ও আগস্ট মাসকে কেন্দ্র করে পুলিশ সদর দফতরের সতর্কতা জারির পর চট্টগ্রাম নগরজুড়ে তলøাশি শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ । বাড়তি সতর্কতা হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় বাড়ানো হয়েছে টহল। সদর দপ্তরের সতর্কতা পেয়ে নগরীর সিটি গেইট,অক্সিজেন,নতুনব্রিজ, কালুরঘাট সেতু এলাকা, কাজীরদেউড়ি, খুলশী, বায়েজিদ, চান্দগাঁওসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তলøাশি চালাচ্ছে পুলিশ। সিএমপি কমিশনারের নির্দেশে চেকপোস্ট বসিয়ে তলøাশি চালানো হচ্ছে। বাড়ানো হয়েছে পুলিশের বিশেষ টহল। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, পুলিশ সদর দফতরের চিঠিতে সতর্ক থাকতে বলা হয়েছে। বিভিন্ন গুঠঝত্বপূর্ণ স্থাপনায় আমরা নজরদারি বাড়িয়েছি।
নিউজ৭১/জেএম