টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত র্কমর্কতা (বরখাস্ত) প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে এবার তার সৎবোন রত্না বালা প্রজাপতি; সম্পত্তি আত্মসাতের অভিযোগ দিয়েছেন র্দুনীতি দমন কমিশনে (দুদক) গত মঙ্গলবার চট্টগ্রাম দুদক র্কাযালয়ে এ ব্যাপারে লিখিত আবেদন করেছেন তিনি।
আভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন দুদকের চট্টগ্রাম জেলা র্কাযালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। দুদক র্কমর্কতারা জানিয়েছেন, অভিযোগটির অনুসন্ধানের অনুমতি চেয়ে প্রধান র্কাযালয়ে পাঠানো হবে।
অভি্যোগে বলা হয়, ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশ তার ক্ষমতার অপব্যবহার করে নগরীর মুরাদপুরের মোহাম্মদপুর এলাকায় তার সৎবোন রত্না বালার ১২ শতক জমি এবং মুরাদপুর এলাকায় একটি চার তলা ভবন দখল করে নিয়েছেন।
এর মধ্যে ১২ শতক জমিটি এক কোটি ৩০ লাখ টাকায় প্রদীপ তার স্ত্রী চুমকি কারনের নামে কিনেছেন বলে রেজিষ্ট্রি বায়না করে নেন।তবে বায়না অনুযায়ী প্রদীপ একটি টাকাও রত্না বালাকে দেননি অভিযোগে উল্লেখ করেন তিনি।
ইতোমধ্যে প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অন্য একটি অভিযোগ মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুদক।
এছাড়া মেজর সিনহা হত্যা মামলা সহ আরো কয়েকটি মামলা হয়েছে এই ওসি (বরখাস্ত) প্রদিপ কুমার দাশের বিরুদ্ধে।