ডেস্ক রিপোর্ট :
“এ ডটারস টেল” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অজানা অদেখা গল্প নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র।
১৪ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এই প্রামাণ্যচিত্রটি বাংলাদেশ টেলিভিশন সহ বেশ কয়েকটি বেসরকারী টিভি চ্যানেলের পর্দায় দেখানো
সিআরআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ১০.৫০ মিনিটে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে,রাত ১১ টায় এটিএন নিউজে ও মাছরাঙা টিভিতে, সকাল ১১.৩০ মিনিটে চ্যানেল আই,দুপুর ১২ টায় একুশে টিভিতে, বিকেল ৩ টায় বিটিভি তে, বিকেল ৩ টায় একাত্তর টিভিতে এবং বিকেল ৫ টায় বিজয় টিভি সয় বিকেল ৬টায় চ্যানেল টোয়েন্টিফোরে এই প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা
৭০ মিনিটের এই ডকুফিল্মে ফুটে উঠেছে একজন সাধারন নারী থেকে আজকের একজন অসাধারন প্রধানমন্ত্রী হয়ে উঠার বাস্তব গল্প।
আবেগঘন ও হৃদয় স্পর্শ করা ইতিহাসের অভূতপূর উপস্থাপনায় ফুটে উঠেছে হাসিনা: এ ডটারস টেল। যেখানে উঠে এসেছে নানান ঘাতপ্রতিঘাত পেরিয়ে আজকে অসাধারণ হয়ে উঠা একজন শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রীর গল্প।
নিউজ৭১/জেএম/এআরএন