শাপলা টিভি ডেস্ক:
গত ২৮ ফেব্রুয়ারী দক্ষিণ আফ্রিকার আমটাটা নামক এলাকায় বসবাসকারী শাহাবুদ্দীন (৩২) নামের একজন বাংলাদেশী ইন্তেকাল করেছিলেন। মরহুমের মরদেহ দেশে পাঠাতে কাজ করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ দক্ষিণ আফ্রিকা শাখা।
প্রবাসী পরিষদ দক্ষিণ আফ্রিকার নেতারা মরহুমের লাশ দেশে পাঠানোর ব্যাপারে যথাসাধ্য চেষ্টা শুরু করেন। পরিষদের নেতাকর্মীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা ছাড়াও রাজৈর প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়।
আর্থিক সহযোগিতা ছাড়াও বিভিন্ন অফিসিয়াল প্রক্রিয়া শেষে গত ৭ মার্চ দেশের উদ্দেশ্যে মরহুম শাহাবুদ্দিনের মরদেহ পাঠানো হয়। ইতিমধ্যে দেশে শাহাবুদ্দিনের জানাযা শেষে দাফন কার্য সম্পন্ন হয়েছে।
মরহুমের মরদেহ দেশে পাঠাতে যে বা যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ দক্ষিণ আফ্রিকা শাখার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মরহুম শাহাবুদ্দিনের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার ঘোষাল কান্দি গ্রামে।