• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সরি, ভারত এবার ইলিশ পাবে না- জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা এবি পার্টির পর এবার নিবন্ধন পেলো ভিপি নূরের দল গণঅধিকার পরিষদ শীঘ্রই দক্ষিণ আফ্রিকা থেকে ই-পাসপোর্ট চালু করতে হাইকমিশনের প্রস্তুতি কেমন? প্রস্তুতি শেষ পর্যায়েঃ বাংলাদেশে ফ্লাইট চালু করতে যাচ্ছে আফ্রিকান ইথিওপিয়া এয়ারলাইন্স নির্বাচনের আগেই সরকার পতন হতো; আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দেবো- সালমান এফ রহমান সাবেক রাষ্ট্রদূত নূরে হেলালের বিচার এবং একজন প্রবাসী বান্ধব হাইকমিশনার পাঠানোর দাবীতে সংবাদ সম্মেলন দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে বাংলাদেশী ব্যবসায়ীকে পরিকল্পিত খুন সাউথ আফ্রিকার জোহানেসবার্গের প্রবীন ব্যবসায়ী শাহ আলম আর নেই ঈগল প্রতীকে নিবন্ধন পেলো এবি পার্টি: দেশবাসীকে শুভেচ্ছা জানালেন নেতৃবৃন্দ মোজাম্বিকে আল্লামা সাঈদী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রবাসী খবরঃ
শীঘ্রই দক্ষিণ আফ্রিকা থেকে ই-পাসপোর্ট চালু করতে হাইকমিশনের প্রস্তুতি কেমন? প্রস্তুতি শেষ পর্যায়েঃ বাংলাদেশে ফ্লাইট চালু করতে যাচ্ছে আফ্রিকান ইথিওপিয়া এয়ারলাইন্স সাবেক রাষ্ট্রদূত নূরে হেলালের বিচার এবং একজন প্রবাসী বান্ধব হাইকমিশনার পাঠানোর দাবীতে সংবাদ সম্মেলন সাউথ আফ্রিকার জোহানেসবার্গের প্রবীন ব্যবসায়ী শাহ আলম আর নেই মোজাম্বিকে আল্লামা সাঈদী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক দিনের ব্যবধানে দক্ষিণ আফ্রিকায় তিন বাংলাদেশীর মৃত্যু জোহানেসবার্গে ইসলামিক ফোরাম অব আফ্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন দক্ষিণ আফ্রিকার মাফিকিংয়ে অপহরণের ৩দিন পর মিললো প্রবাসী যুবকের লাশ লেনেসিয়াতে ডাকাতিকালে দুই বাংলাদেশী গুলিবিদ্ধ; বোন জামাই নিহত দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্টে পরিকল্পিতভাবে সিলেটের যুবক খুন

প্রা-অ্যাকটিভ হসপিটালে আধুনিক সেবার গুনগত মান নিশ্চিতে আমরা অঙ্গীকারবদ্ধ : এমডি নজরুল ইসলাম

Reporter Name / ২০৫ Time View
Update : বুধবার, ১০ মার্চ, ২০২১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্যস্ততম এবং জনবহুল এলাকা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ডে অবস্থিত প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এবং হসপিটাল। প্রতিষ্ঠার খুব বেশীদিন পার না হলেও মালিকপক্ষের সম্মিলিত প্রচেষ্টা এবং সুদক্ষ পরিচালনার সুবাদে ইতিমধ্যেই সুনাম এবং খ্যাতি অর্জন করেছে প্রো-অ্যাকটিভ হাসপাতালটি। দক্ষ ডাক্তার, নার্স প্রশিক্ষনপ্রাপ্ত সার্জন, আধুনিক সরনজাম, অপারেশন থিয়েটার, আই,সি,ইউ, এন, আই, সিউ, নিজস্ব অ্যাম্বুলেন্স এবং মনোরাম পরিবেশে সেবা প্রদান সবকিছু মিলিয়ে হসপিটালটি গুনগত মানে এগিয়ে রয়েছে। শুধুমাত্র তাই নয় সেবা নিতে আসা রোগীদের স্বজনদের জন্য রয়েছে বসার ব্যবস্থা এবং সুবিশাল ক্যান্টিন। ইতিমধ্যে শিক্ষার্থীদের জন্য মেডিকেল কলেজের কার্যক্রমও চালু হয়েছে। যার মাধ্যমে হসপিটালটিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে। এ ব্যাপারে প্রো-অ্যাকটিভ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম শিকদারের সাথে আলাপকালে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই গুনগত সেবার মান নিশ্চিতে কাজ করে যাচ্ছি। মালিকপক্ষ এবং সকল কর্তৃপক্ষের সম্মিলিত প্রয়াসে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আগত রোগীদের মানসম্পন্ন সেবা প্রদান। তিনি আরও বলেন, হসপিটালের প্রতিটি ডাক্তার, নার্স, ইনচার্জ নিবীড় পর্যবেক্ষনের মাধ্যমে রোগীদের সেবা দিয়ে থাকেন। শুধুমাত্র তাই নয় আর্থিকভাবে অসচ্ছল রোগীদেরও আমরা বিন্দুমাত্র অবহেলা না করে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টায় সুস্থ্য করে তোলার চেষ্টা করি। এখানে সকল বিভাগেই সুদক্ষ চিকিৎসকরা সেবা দিয়ে থাকেন। ভয়াবহ করোনা পরিস্থিতিতেও আমাদের হসপিটালের সেবা কার্যক্রম অব্যাহত ছিলো। জীবনের ঝুকি নিয়েও প্রতিটি চিকিৎসক দায়িত্ব পালন করে গেছেন করোনা ইউনিটে। প্রো-অ্যাকটিভ হসপিটালের ব্যবস্থপনা পরিচালক নজরুল ইসলাম শিকদার বলেন, আমরা ব্যবসা সফল না, সেবায় সফল হতে চাই। হসপিটালে সেবা নিতে আসা কয়েকজন রোগীর সাথে আলাপকালে তারা বলেন, হসপিটালের মূল ফটক পর্যন্ত চওড়া রাস্তা রয়েছে, যেখানে অনায়াসেই অ্যাম্বুলেন্স বা গাড়ী নিয়ে পৌছানো যায়। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় মূলর ফটকেই রয়েছে তাপমাত্রা মাপার ব্যবস্থা যা খুবই প্রশংসনীয়। তারা আরও বলেন, হসপিটালটির মনোরম পরিবেশে প্রবেশ করলেই স্বতঃস্ফূর্ত হয় আগত রোগীরা। এই হসপিটালটিতে দীর্ঘক্ষন লাইনে না দাড়িয়ে থেকেও খুব সহজেই রিসিপশনের কাজগুলো সেরে ফেলা যায়। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ক্রটিমুক্ত ভাবে সঠিক রোগ নির্নয় এবং দক্ষ চিকিৎসকদের চিকিৎসা সেবা সব মিলিয়ে প্রতিটি রোগীর কাছে আস্থা এবং বিশ্বাসের আরেক নাম সাইনবোর্ডে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এবং হসপিটাল। যেখানে সকলেই আধুনিক সেবা প্রদানে বদ্ধপরিকর।


রিলেটেড খবর
bdit.com.bd