উপজেলাচট্টগ্রামশিরোনামসারাদেশফটিকছড়িতে আগুনে পুড়ে তিনটি দোকান বস্মীভূতফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি শান্তিরহাটে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে পুড়ে তিনটি দোকান বস্মীভূত।দ্বারা শাপলা টিভি - অক্টোবর ১৩, ২০২০019ShareFacebook Twitter WhatsApp Linkedin Email Telegram VK Viber ডেস্ক রিপোর্টঃ ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি শান্তিরহাটে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে পুড়ে তিনটি দোকান বস্মীভূত।(১৩ অক্টোবর)মঙ্গলবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ফটিকছড়ি ফায়ার স্টেশন রাত ১টায় আগুন লাগার খবর পেয়ে দুইটি গাড়ি নিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।এসময় আগুনে ক্ষতিগ্রস্থ হয় ফার্মেসি,সেলুন ও একটি শোরুম।আগুনে প্রায় ৩ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।