নারায়নগঞ্জ প্রতিনিধি :
ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর পৃর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে রহিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় রহিমের কাছে বিক্রিয়রত ৬৫ পিছ ইয়াবা উদ্ধার এবং ইয়াবা বিক্রির নগদ ৯৭০ টাকা, একটি মোবাইল ফোন ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইজি বাইকসহ তাকে আটক করা হয়। বুধবার দিবাগত রাত্রে আদমজী অবস্থিত র্যাব-১১ একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী রহিমকে ইয়াবাসহ গ্রেফতার করে। র্যাব সুত্রে জানা যায়, মাদক রহিম দীর্ঘদিন যাবৎ বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নে বিভিন্ন এলাকায় ইজি-বাইক যোগে ইয়াবা বিক্রি করে আসছে। মাদক ব্যবসায়ী রহিমের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী২০০৪) ধারায় মামলা দায়ের করা হয়। যার নং ৪৬ তাং ১১-০৭-২০১৮ইং।