স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীসহ দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের বিভিন্ন ছবি বিকৃত করে কটূক্তি করার অভিযোগে আমির হোসেন পাটোয়ারি (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নোমান হোসেনের (৩৮) তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের করা মামলার প্রেক্ষিতে আমিরকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। আমির লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার যাদিয়া এলাকার মৃত মোহাম্মদুল্লাহ পাটোযার ছেলে। সে ঢাকায় মুগদা সামাদ টাওয়ারে বসবাস করতো। মামলার এজহারে স্বেচ্ছাসেবক লীগ নেতা উল্লেখ করেন, আমির হোসেন তার ব্যবহৃত মোবাইল নং-০১৭১১ ২০৪৯৫৯ হতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি অসরৎ ঐড়ংংধরহ হতে সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী এলাকার ১০ তলা বিল্ডিং সংলগ্ন এএইচ কার্গো সার্ভিস নাম ব্যবসা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীসহ নানা গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি এডিট করে কুরুচিপূর্ণ বক্তব্য যোগ করে শেয়ার করেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, তাঁর স্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি এডিট করেও নানা কুরুচিপূর্ণ মন্তব্য করে শেয়ার করেন। প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীসহ দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের বিভিন্ন এডিট করা আজেবাজে ছবি ও মানহানিকর পোষ্ট শেয়ার করে আইনশৃঙ্খলা পরিস্থিতরি অবনতি ঘটিয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক বলেন, প্রধানমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং পুলিশকে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করার অভিযোগে আইসিটি অ্যাক্টে একটি মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে রাতেই তাকে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে রাতেই আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।