সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি বলেন, কোন অপরাধীদের ছাড় দেওয়া হবেনা। অন্যায়কারীকে মহান রাব্বুল আলামিনও পছন্দ করেন না। যারা বিভিন্ন ধরনের অপরাধ করছেন তাদের দলেও কোন ঠাঁই হবেনা। বঙ্গবন্ধুর আর্দশের রাজনীতি করি কোন সন্ত্রাসের নয়। মতিউর রহমান মতি আরও বলেন, বিগত দিনে আওয়ামীলীগের আর্দশের রাজনীতি করার কারনে বিএনপি জামায়াত জোট সরকার একের পর এক মিথ্যা মামলা ও হামলা করে আমাদের দমাতে পারেনি। আমরা সেই জাতির পিতা বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধু দেশ ও মানুষের কল্যানে নিজের জীবন উৎসর্গ করেছেন আমরা সেই মহান নেতার আর্দশে গড়া সৈনিক। ডিজিটাল বাংলার রুপকার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দারিদ্র মুক্ত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লন্ত পরিশ্রমে আজ বিশ^ দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে কথা বলতে পারে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে উন্নয়নের ছোয়া লেগেছে। কমেছে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভুমিদস্যুসহ বিভিন্ন ধরনের অপরাধ। মতিউর রহমান মতি বলেন, নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ অনেক শক্তিশালী। শামীম ওসমানের ডাকে লক্ষ লক্ষ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। নারায়ণগঞ্জে এমপি শামীম ওসমানের কোন বিকল্প নাই। নারায়ণগঞ্জে মাটি শামীম ওসমানের ঘাটি। শামীম ওসমানের কর্মী হতে পেরে মতিউর রহমান মতি নিজেকে গর্বিত মনে করেন। মতি আরও বলেন, নারায়ণগঞ্জ-০৪ আসনের এমপি শামীম ওসমান এমন একজন মানুষ তিনি কখনো অন্যায়কে আশ্রয় এবং পশ্রয় দেননি। সবসময় নেতাকর্মীদের খোজ-খবর রেখেছেন। নেতাকর্মীদের যে কোন বিপদে আপদে দুঃখে কষ্টে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। একটি কুচক্রি মহল নারায়ণগঞ্জ আওয়ামীলীগকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। তাদের টার্গেট এমপি শামীম ওসমানকে ঘায়েল করতে পারলেই নারায়ণগঞ্জ আওয়ামীলীগ শেষ হয়ে যাবে। তাই এমপি শামীম ওসমানের নেতৃত্বে এসব অপশক্তি কঠোর হাতে নির্মূল করা হবে।