সম্রাট আকবর : প্রভাত ফেরি, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে ২১ শে ফেব্রুয়ারী পালন করল বানাবাড়ি তরুন সংঘ। সকাল সাত ঘটিকার সময়ে ক্লাবের সামনে থেকে প্রভাত ফেরির মাধ্যমে ভাদুর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্ণন করেন সংঘের সদস্যরা। তারপর সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংঘের আহবায়ক আব্দুর রহমান। বক্তব্য প্রদান করেন যুগ্ম আহবায়ক জামির হোসেন জায়েদ, প্রিন্স জহির, পলাশ, সাব্বির, সাইফুল,শাওন। সভা সঞ্চালনা করেন তৌরিদ হাসান দ্বীনু। বক্তারা ২১ শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক ভাষা দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন ও ভবিষ্যতে এই দিবসটি আরো ব্যাপক ভাবে পালনের আশাবাদ ব্যক্ত করেন। এবার রাত জেগে ভাদুর উচ্চ বিদ্যালয় শহীদ মিনার পরিস্কার ও সাজানোর কাজ করেন সংগঠনের সদস্যরা, এতে সংগঠনের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা শারমিন সুলতানা। আরো উপস্থিত ছিলেন সালাউদ্দিন, দিদার,মোবারক, ফয়সাল, বাদল, আইয়ুব,আকবর,তামিম,জহির, মুরাদ সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।