সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে বরাদ্দ দেওয়া সরকারি বিএমডব্লিউ গাড়িটি ফেরত দিয়েছেন।
বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুকূলে সরকারি যানবাহন অধিদপ্তর হতে সম্প্রতি বরাদ্দ দেওয়া বিএমডব্লিউ গাড়িটি (ঢাকা-মেট্টো-ভ-১১-১৯৪৭) তিনি ফেরত দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএমডব্লিউ গাড়িটি প্রত্যাহার করে পূর্বের ব্যবহৃত গাড়িটি বরাদ্দ প্রদানে মন্ত্রীর দপ্তর হতে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার বরাবর পত্র পাঠানো হয়েছে।
এছাড়া বিএমডব্লিউ গাড়িটি বরাদ্দ প্রদানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।