ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে অভ্যন্তরীন অথবা আন্তর্জাতিক যেকোণ ফ্লাইটে যাতায়াত করতে হলে গুনতে হবে অতিরিক্ত ফি।
যাত্রীদের নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি বাবদ এই টাকা নেয়া হবে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
যে কোন ফ্লাইটে যাতায়াতে টিকিটের মুল্যের সাথে অতিরিক্ত ৭০ থেকে ৮০০ টাকা পর্যন্ত ফি দিতে হবে।
গত (১৬ আগস্ট) রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায় গত ২২ জুলাই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন বেচিচক। বেবিচকের পরিচালক (অর্থ) মোয়াজ্জেম হোসেন সাক্ষরিত ঐ বিজ্ঞাপনটি ১৬ আগষ্ট রোববার থেকে কার্যকর হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ ফ্লাইটে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা আর যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৭০ টাকা। সার্কভুক্ত দেশ গুলোতে টিকিটের সঙে গুনতে হবে ১১ ডলার যার বিমানবন্দর উন্নয়ন ফি ৫ ডলার এবং যাত্রী নিরাপত্থা ফি ৬ ডলার।আর আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটে দিতে হবে ১০ ডলার।
এই অতিরিক্ত ফি টিকিট কেনার সময় সংশ্লিষ্ট এয়ারলাইন্স কোম্পানিকে এ ফি দিতে হবে।
নিউজ৭১/জেএম/এআরএন