স্টাফ রিপোর্টার : শুক্রবার ১০ টায় ঢাকাস্থ আইডিইবি ভবনের কাউন্সিল হল রুমে বৃহত্তর ময়মনসিংহ সমিতির দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বৃহত্তর ময়মনসিংহ কমিটি নির্বাচনের মাধ্যমে আগামী ২ বছরের জন্য করা হয়। নির্বাচনে বৃহত্তর ময়মনসিংহ তথা (জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ) জেলার সমিতির সদস্যদের সমর্থনে সভাপতি হিসেবে নির্বাচিত হন মাননীয় প্রধানমন্ত্রী কার্য্যালয়ের মূখ্য সমন্বয়ক, এসডিজি মো: আবুল কালাম আজাদ। সেক্রেটারী হিসেবে নির্বাচিত হন নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান মো: হারুন-অর রশিদ।