ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামের কাঁচা বাজারে বেড়েই চলেছে সব ধরনের সবজির দাম। এ সপ্তাহে প্রতিকেজি সবজিতে ৫-১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকার উপরে।
নগরীর কাঁচা বাজারগুলোতে শীতকালীন সবজির দামও চড়া। তবে মাছ ও মাংসের দাম গত সপ্তাহের তুলনায় তেমন বাড়েনি। সকালে নগরীর কাঁচাবাজার ুগলো এ তথ্য পাওয়া গেছে। রিয়াজউদ্দিন বাজার ও চকবাজার কাঁচাবাজারে বরবটি, বেগুন, ঢেঁড়স, চিচিঙ্গা, লাউ, মুলা, বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, শিম , গাজর ও টমেটো ১০০ টাকায়, কাঁচামরিচ ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া টানা অভিযানের পরও কমছেনা পেঁয়াজের দাম। প্রতিকেজি পেয়াঁজ বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, রসুন ৬৫-৮০ টাকা, আদা ২০০-২২০ টাকায়।
নিউজ৭১/জেএম