শাপলা টিভি রিপোর্টঃ
দক্ষিণ আফ্রিকার আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় নি। খবরটি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকার চাঁদ দেখা কমিটি ইউনাইটেড উলামা কাউন্সিল অব সাউথ আফ্রিকা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আজ (১২ এপ্রিল) দেশের কোথাও চাঁদ দেখা যায় নি। সন্ধ্যা ৬:৫০মিনিট পর্যন্ত চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হয়। এরপর উলামা কাউন্সিল রমজানের চাঁদ দেখা যায় নি বলে ঘোষণা দিয়েছে।
ফলে আগামীকাল শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ১৪ এপ্রিল বুধবার প্রথম রোযা পালন করা হবে।

এদিকে, দক্ষিণ আফ্রিকার আরেকটি সংগঠন সৌদি আরবের সাথে মিল রেখে কাল থেকে রমজান পালন করতে যাচ্ছে। বিভিন্ন মিডিয়ায় আজ চাঁদ দেখা গেছে বলে যে খবর ছড়ানো হচ্ছে তাতে বিভ্রান্ত না হতে দক্ষিণ আফ্রিকার মুসলমানদের প্রতি আহবান জানানো হয়।
