অপরাধ ও আইন আদালতউপজেলাচট্টগ্রামশিরোনামসারাদেশ ভুজপুর থানার ওসি শেখ আবদুল্লাহসহ সাতজনের বিরুদ্ধে মামলা দ্বারা শাপলা টিভি - আগস্ট ৩০, ২০২০ 0 11 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin Email Print Telegram VK Viber Naver ডেস্ক রিপোর্ট ॥ চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে হেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে কথিত বন্ধুকযুদ্ধে হত্যার অভিযোগে ভুজপুর থানার ওসিসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার নিহত হেলালের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খন্দকার কৌশিক আহমেদের আদালতে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে হাটহাজারী সার্কেলকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী দেওয়ান নজরুল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন ভুজপুর থানার ওসি শেখ আবদুল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবাইদুল ইসলাম, এসআই মো. শাহাদাত হোসেন, মো. রাশেদুল হাসান ও প্রবীণ দেব, এএসআই কল্পরঞ্জন চাকমা এবং ওই গ্রামের আবদুল মান্নান ওরফে ‘কসাই’ মান্নান। নিহত হেলাল পশ্চিম ভুজপুর গ্রামের জাফর আলমের ছেলে । নিউজ৭১/জেএম