সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জ থানায় পরিদর্শনে এসে নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপার হারুনুর রশিদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে কোন ধরনের মাস্তানি চলবেনা। গতকাল রবিবার সকাল ১১ টার সময় থানা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে এসব কথা বলেন এসপি হারুন। এসময় নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসপি হারুনুর রশিদ আরো বলেন, নারায়ণগঞ্জকে অপরাধ মুক্ত রাখতে অবশ্যই সাংবাদিকদের সহযোগীতা লাগবে। কোন সাংবাদিক যদি কাজ করতে গিয়ে কোন ধরনের হয়রানির শিকার হন তাহলে তাকে অবগত করতে বলেন তা না হলে ইন্সপেক্টর সাজ্জাদকে যে কোন বিষয় জানানোর জন্য বলেন। এসপি হারুন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং যত বড় প্রভাবশালী হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। এসপি হারুনুর রশিদের সাথে সাংবাদিকরা পরিচিত হন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক এশিয়াবানী, দৈনিক প্রাইম এবং অপরাধ বিচিত্রার স্টাফ রিপোর্টার মো: রাসেল, দৈনিক যায়যায়দিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহনেওয়াজ বাবুল, দৈনিক আমাদের সময়ের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সজীব, দৈনিক ভোরের পাতা পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সেলিম, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক গাজী সোহেল, দৈনিক ডেসটিনি পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আরিফ, আলামিন, আলমাস প্রমূখ।