স্টাফ রিপোর্টার : অবশেষে ফেনী জেলার সোনাগাজী থানাধীন আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের মনোয়ারা বেগম (সীমা)কে একটি টিন ও কাঠের ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিলেন- ফেনী-৩ আসনের সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহ।
সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহ জানান, অনেক মসজিদ মাদ্রাসা ও স্কুল প্রতিষ্ঠা করেছি, এতিমখানায় সহযোগিতা করেছি, কিন্তু এই অসহায় সীমার পরিবারকে আমি বিভিন্ন সময় টুকটাক আর্থিক সহায়তা করলেও তার এই দুরাবস্থার কথা কেউ আমার নজরে দেয়নি। তিনি বলেন- গাজী হানিফ নামক ফেসবুক আইডিতে “পিতৃ-মাতৃহীন অসহায় মনোয়ারা বেগমের একটি ঘর প্রয়োজন” শিরোনামের সংবাদটি চোখে পড়ায় মনোয়ারা বেগম সীমার দুরাবস্থার কথা তিনি জানতে পেরেছেন।
শীঘ্রই মনোয়ারা বেগম সীমা’র পরিবারের বসবাসের জন্য টিন ও কাঠের একটি ঘর করে দিবেন বলে জানিয়েছেন ফেনী-৩ (সোনাগাজী দাগনভূঞা) আসনের সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহ।
হাজী রহিম উল্যাহ আরো জানান- যখনই এইসব গরীব অসহায় জনগোষ্ঠীকে সহযোগিতা করার প্রয়োজন মনে করবেন- আমাকে জানাবেন, আমি আমার সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবো।
হাজী রহিম উল্যাহ দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-০৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। হাজী রহিম উল্যাহ এমপি থাকাকালীন সময় এলাকার ব্যাপক উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং সাধারন মানুষের কাছে মানবতার ফেরিওয়াল হিসেবে উপাধি পান এ সাংসদ। দেশের সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান ফেনী-০৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্যাহ।