নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এনওসিএস, ডিপিডিসির উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষ্যে গ্রাহকদের মাঝে ভ্রাম্যমাণ বিদ্যুৎ সেবা প্রদান করা হয়েছে। গত ২৯ মার্চ সোমবার সকাল ৯ ঘটিকার সময় গোদনাইল সফুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপি এ ভ্রাম্যমাণ বিদ্যুৎ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তত্তা¡বধায়ক প্রকৌশলী ডেমরা সার্কেল শ্রীবাস চন্দ্র বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া, মোকসেদ আলম মঞ্জু, উপ-সহকারী প্রকৌশলী এরশাদ উল্যাহ, মেহেদী হাসান সেলিম, শ্রী নন্দ দুলাল সাহা, কমপ্লেইন সুপার ভাইজার আমির হোসেন সেখ, শিমুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ সিবিএর সভাপতি মোঃ মজিবর রহমান, সাধারন সম্পাদক কামরুল ইসলাম সহ বিদ্যুৎ অফিসের আরো অন্যান্য কর্র্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন একটি রাষ্ট্র পেতাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ দেশ উন্নয়নের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় বিদ্যুৎখাত আজ স্বয়ংসম্পূর্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির উদ্যোগে গ্রাহকদের মাঝে ভ্রাম্যমাণ বিদ্যুৎ সেবা প্রদান করে যাচ্ছি।
বিদ্যুতের সেবা নিতে আসা কয়েকজন গ্রাহক বলেন, ডিপিডিসির এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা বিদ্যুতের কাঙ্খিত সেবা পেয়ে অনেক খুশি এবং ডিপিডিসির সকল কর্মকর্তার অক্লান্ত পরিশ্রমে বিদ্যুৎ এর লোডশেডিং কমে গেছে এবং যে কোনো বিষয়ে দ্রুত সেবা পাচ্ছি।