রাজধানীর মিরপুর থানার দায়ের করা পুলিশের কর্তব্য কাজে বাধা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন হাসানকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১৪ জুলাই) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম এ রিমান্ড মঞ্জুর করেন।
১৩ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। চলতি মাসে মিরপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে বিস্ফোরক আইনে করা একটি মামলায় তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর