রুপগঞ্জ প্রতিনিধি
রুপগঞ্জ বরপা এলাকার মাদক ব্যবসায়ীদের হুমকিতে আতংকিত হয়ে পড়েছেন নাদিম। বরপার মাদক ব্যবসায়ীদের পুলিশে সোর্পদ করার কথা বলা পর থেকে একের পর এক অজ্ঞাত ব্যক্তিরা এ হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, রুপগঞ্জ বরপা ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সালাউদ্দিনের ছেলে নাদিম বোনাফাইব নামক মশারি ফ্যাক্টরীতে সম্মানের সাথে দীর্ঘদিন যাবৎ চাকরী করে যাচ্ছে। উক্ত এলাকার কিছু মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের উৎপাত দেখে তাদের পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার কথা বললে এর পর থেকে নাদিমকে হুমকি দিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা, এবং সময় মত নাদিমকে একা পেলে বড় ধরনের ক্ষতি করবে বলে জানান অজ্ঞাত ব্যক্তিরা। নাদিম বলেন, আমি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে বরপা বোনাফাইব মোশারি ফ্যাক্টরীতে চাকরী করে যাচ্ছি। কিছু বখাটে মেয়েদের ইভটিজিংকারী মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের অনৈতিক কাজে প্রতিবাদ করায় এখন আমাকে মাদক দিয়ে ফাঁসিয়ে দিবে বলে জানায় অজ্ঞাত সন্ত্রাসীরা, এবং আমাকে চাকরী করতেও দিবেনা বলে জানায়। নাদিম আরো বলেন, আমার বিরুদ্ধে এলাকায় কোন ধরনের খারাপ রেকর্ড নাই। আমি উক্ত সন্ত্রাসীদের হুমকিতে সবসময় আতংক বোধ করছি। আমার ছবি দিয়ে উক্ত সন্ত্রাসীরা ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এলাকাবাসী বলেন, নাদিম বদ্র ছেলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী। এলাকার কিছু বখাটে লোক নাদিমকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে বলে শুনেছি। এসব সন্ত্রাসীদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা না। কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ধরনের হুমকিসহ নানা ধরনের হয়রানি শিকার হতে হয়। এলাকার শান্তি প্রিয় মানুষ ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। বরপা এলাকার সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী। নাদিম বলেন আমি উক্ত অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেব এবং প্রশাসনের সহযোগীতা কামনা করছি।