রুপগঞ্জ প্রতিনিধি :
রুপগঞ্জ পৌর তারাব যুবলীগের ত্রান বিষয়ক সম্পাদক বায়েজিদ সাউদ বলেন, রুপগঞ্জ রাজনীতিতে তরুণ সমাজের অহংকার নারায়নগঞ্জ-০১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজীর সুযোগ্য সন্তান তরুণ নেতা পাপ্পা গাজী। পাপ্পা গাজীর নেতৃত্বে রুপগঞ্জের তরুণ নেকাকর্মীরা ঐক্যবদ্ধ। বায়েজিদ সাউদ আরো বলেন, বর্তমান আওয়ামীলীগের তরুণদের আদর্শ রাজনীতি কিভাবে করতে হয় সেদিক নিদের্শনা দিচ্ছেন পাপ্পা গাজী। তরুণ নেতাকর্মীরা পাপ্পা গাজীকে এমপি হিসেবে দেখার দাবীও তোলেন। বাংলাদেশের রাজনীতিতে এখন তরুণরাই এগিয়ে আছে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে শিক্ষিত তরুণরা বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সংগঠনে যোগ দিচ্ছেন। রুপগঞ্জের রাজনীতি পরিবর্তনে আনতে পাপ্পা গাজীর বিকল্প নেই। বায়েজিদ সাউদ বলেন, দেশ উন্নয়নে আনতে হলে সর্ব প্রথম শিক্ষিত নেতৃত্বের দরকার। নারায়নগঞ্জ ১ আসনের এমপি গোলাম দস্তগীর সুযোগ্য সন্তান পাপ্পা গাজী উচ্চ শিক্ষায় সুশিক্ষিত হয়েছে এবং তাঁর দ্বারায় রুপগঞ্জের আরো উন্নয়ন করা সম্ভব। তাই রুপগঞ্জ তরুণ সমাজের অহংকার পাপ্পা গাজীকে আওয়ামীলীগের রাজনীতিতে চায় তরুণ সমাজ। পাপ্পা গাজীকে সবসময় সুখে-দুঃখে পাশে পায় রুপগঞ্জে সকল শ্রেনীর মানুষ। রুপগঞ্জে পাপ্পা গাজীর নেতৃত্বে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ আরো শক্তিশালী হবে বলে জানান পৌর তারাব যুবলীগের সম্পাদক বায়েজিদ সাউদ।