১৬টি শর্তে আগামী শনিবার (২২ আগষ্ট) থেকে খুলে দেয়া হচ্ছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো। বুধবার করোনাভাইরাস সংক্রান্ত জেলা প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠিত সভায় ১৬টি শর্তে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় পর্যটক ও বিনোদন কেন্দ্র সংশ্লিষ্টদের জন্য স্বাস্থ্যবিধির মানাসহ ১৬টি শর্ত আরোপ করা হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে।