সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : দীর্ঘদিন করোনা ভাইরাসের কারনে সরকারী-বেসরকারী অফিস আদালত সাধারণ ছুটি ঘোষনা করেছেন সরকার। বিভিন্ন জেলা জুড়ে চলছে লকডাউন। করোনা সংক্রমণ এড়াতে বন্ধ রয়েছে দেশের শপিং মল গুলো। সরকারের নির্দেশনা মেনে খোলা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। তেমনিই শর্ত সাপেক্ষে এবং ব্যবসায়ীদের অনুরোধে খোলা হয়েছে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোডে অবস্থিত হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্স। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কেটের মালিক এবং বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী। তিনি বলেন, দীর্ঘদিন মার্কেট বন্ধ থাকার কারনে দিশেহারা হয়ে পড়েছে ব্যবসায়ীরা। মার্কেট খোলা হলে করোনা সংক্রমণ আরো বৃদ্ধি পেতে পারে তাই আমি মার্কেট খোলার পক্ষে ছিলাম না। কিন্তু ব্যবসায়ীদের অনুরোধে এবং শর্ত সাপেক্ষে খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে যতি কোন দোকান ব্যবসায়ী স্বাস্থ্যবিধি না মানে তাহলে সেই দোকান সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে। এতে করে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। হাবিবুল্লাহ কাঁচপুরী আরও বলেন, যাহারা দোকান খুলবেন তারা অবশ্যই সরকারী বিধি বিধান মেনে ব্যবসা করতে পারবেন। সরকরের নিয়ম অমান্যকারী হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সে ব্যবসা করতে পারবেনা।