সিদ্ধিনগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করে ঘরে ফেরার ঘোষনা দিলেন সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবকলীগের প্রস্তাবিত সাধারন সম্পাদক জহিরুল হক। সেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল হক সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে প্রতিদিন এমপি শামীম ওসমানের প্রতীক নৌকার জন্য সাধারন মানুষের দ্বারে দ্বারে ভোট চেয়ে যাচ্ছেন। জহিরুল হক বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী নারায়ণগঞ্জ-০৪ আসনের সাংসদ শামীম ওসমানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোট বিজয়ী করে আমরা ঘরে ফিরবো। নারায়ণগঞ্জ-০৪ আসনের বিজয়ী মালা পরবে নারায়ণগঞ্জ গণ মানুষের নেতা সিংহ পুরুষ শামীম ওসমানই। নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। দেশ উন্নয়নে যেমন নৌকার বিকল্প নাই তেমনি নারায়ণগঞ্জ উন্নয়নে শামীম ওসমানের বিকল্প নাই। জহিরুল হক বলেন, বিএনপি জ্বালাও পোড়াও দল। তারা যেন আর বাংলার মাটিতে ক্ষমতায় না আসতে পারে সেদিকে দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০শে ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন এবং নারায়ণগঞ্জ কর্মী বান্ধব নেতা এমপি শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে আধুনিক নারায়ণগঞ্জ গড়তে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন জহিরুল হক।