সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সাইনবোর্ড এলাকায় সাধারন যাত্রীদের ভীড় লেগেই থাকে। গন্তব্যস্থলে যাওয়ার কাঙ্খিত যানবাহনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এই সময় টুকু তাদের দূর্ভোগের সীমা থাকেনা। ঘন্টার পর ঘন্টা রোদ, বৃষ্টি, ধূলো ময়লার মধ্যে দাড়িয়ে থেকে অসহনীয় যন্ত্রনার সম্মুখিন হতে হয়। এ ক্ষেত্রে শিশু ও বয়ষ্করা চরম দূর্ভোগের শিকার হয়। যেহেতু সাইনবোর্ড এলাকাটি ঘনবসতিপূর্ন সেহেতু সাধারন যাত্রীদের এই সমস্যা ক্রমাগত বেড়েই চলছে। শুধু সাধারন যাত্রীই নয় এসব দূর্ভোগ পোহাতে হয়েছে ঐখানের দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের । এতে করে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখিন হয়েছেন তারা। এসব দূর্ভোগের অবসান ঘটালো নারায়ণগঞ্জ জেলা পুলিশ। সাইনবোর্ড ট্রাফিক পুলিশের ইনচার্জ টিআই জিয়াউল করিমের প্রচেষ্টায় এবং নারায়ণগঞ্জ পুলিশ সুপারের অনুমতিক্রমে একটি আধুনিক পুলিশবক্স এবং সাধারন যাত্রীদের জন্য যাত্রী ছাউনী ও টয়লেটের ব্যবস্থা করা হয়। এতে করে যাত্রী ও পুলিশ সদস্যদের সমস্যা অনেকটাই লাঘব হয়েছে। ফলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সাধারন যাত্রীদের কাছে প্রশংসিত হয়েছেন। অপেক্ষমান যাত্রীরা বলেন, সাইনবোর্ড একটি ঘনবসতিপূর্ন এলাকা। কর্মসূত্রে এখানে বিভিন্ন জেলার বাসিন্দারা বসবাস করেন। অনেক সময় বাড়ীতে যাওয়ার জন্য সাইনবোর্ডে গাড়ীর জন্য অপেক্ষা করতে হয়। যানজটের কারনে সময়মত গাড়ী না এলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। সাইনবোর্ডে যাত্রী ছাউনী না থাকার ফলে দীর্ঘক্ষন অপেক্ষা করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। গ্রীষ্মকালে প্রখর রোদের মধ্যেও দাড়িয়ে থেকেছি। বর্ষকালে বৃষ্টির মধ্যেও আমাদের ভোগান্তির শেষ ছিলো না। তারা আরো বলেন, শিশু ও বয়ষ্কদের দূর্ভোগ চরমে পৌছে গিয়ে ছিলো। কিন্তু আজ আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। নারায়ণগঞ্জ জেলা পুলিশের প্রচেষ্টায় সাইনবোর্ডে যাত্রীদের কথা চিন্তা করে যাত্রী ছাউনী ও টয়লেটের ব্যবস্থা করায় আমরা আনন্দিত। আমাদের সকল যাত্রীদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও সকল পুলিশ সদস্যদের সাধুবাদ জানাই। সাইনবোর্ড ট্রাফিক পুলিশ এর ইনচার্জ টিআই জিয়াউল করিম বলেন, নারায়ণগঞ্জ পুলিশ সুপারের অনুমতিক্রমে সাইনবোর্ড এলাকায় একটি আধুনিক পুলিশবক্স করা হয়েছে। সেই সাথে সাধারন যাত্রীদের কথা চিন্তা করে একটি যাত্রী ছাউনী এবং টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। পুলিশবক্স করার আগে পুলিশ সদস্যদের টয়লেট করার জন্য অন্য কারো টয়লেট ব্যবহার করতে হতো। মানসম্মত পুলিশবক্স না থাকায় দায়িত্ব পালন করতে গিয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের অনেক সমস্যা পোহাতে হতো। আমাদের নারায়ণগঞ্জ পুলিশ সুপার স্যার পুলিশ সদস্যদের কথা চিন্তা করে সাইনবোর্ড এলাকায় একটি পুলিশবক্স এবং যাত্রীদের জন্য যাত্রী ছাউনী ও টয়লেট করার অনুমতি দিয়েছেন। আমরা আমাদের প্রিয় পুলিশ সুপার স্যারকে জেলা পুলিশ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।