সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সরকারের পক্ষ থেকে শপিং মল এবং বিপনী বিতাণ খোলার পক্ষে নির্দেশনা থাকা সত্ত্বেও দেশের অধিকাংশ দোকান মালিক সমিতি শপিং মল বন্ধ রাখার ঘোষনা দেন। করোনার বিস্তার রোধেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের সাথে একাত্বতা ঘোষনা করেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁঁচপুরী। সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অবস্থিত হাবিবুল্লাহ কাঁচপুরীর মালিকানাধীন হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সও ঈদের বাজারে বন্ধ রাখার ঘোষনা দেন। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ১০’মে হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীরা তাদের বিপনী বিতানগুলো খুলতে শুরু করে। সামাজিক দূরত্ব না মেনেই শুরু হয় ঈদের কেনাকাটা। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরীর হস্তক্ষেপে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী বলেন, সরকারী ভাবে শপিং মল খোলার অনুমতি থাকলেও সকলের নিরাপত্তার কথা চিন্তা করে আমার এ সিদ্ধান্ত। কারণ বহু চেষ্টা করেও ঈদের বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হবেনা। ফলে করোনার সংক্রমণ বহুগুণ বেড়ে যেতে পারে। তাই সকল দোকান মালিকদের সম্মতিতেই বন্ধ ঘোষনা করা হলো হাজী ইব্রাহীম শপিং কমপ্লেক্স।