সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ওলামালীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ হাবিবুল্লাহ কাঁচপুরীর সুযোগ্য সন্তান প্রিয়ম কাঁচপুরীর উদ্যোগে অসহায় মানুষকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। সিদ্ধিরগঞ্জের অসহায় নিম্ন আয়ের মানুষদের মাঝে প্রিয়ম কাঁচপুরীর পক্ষে নগদ অর্থ বিতরণ করেন হাবিবুল্লাহ কাঁচপুরী ও ত্রাণ বিতরণ করেন ম্যানেজার আকাশ এবং সবুজ। মঙ্গলবার সকালে প্রিয়ম কাঁচপুরীর পক্ষে বক্সনগর হাজী নওয়াব আলী উচ্চ বিদ্যালয়ের ২ শত ছাত্রদের নগদ অর্থ উপহার দেন তাঁর পিতা ওলামালীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরী। অপর দিকে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় প্রিয়ম কাঁচপুরীর পক্ষে ত্রাণ বিতরণ করেন তাদের ম্যানেজার আকাশ এবং সবুজ। হাবিবুল্লাহ কাঁচপুরী বলেন, আমার একমাত্র সন্তান প্রিয়ম কাঁপুরীর পক্ষে ২শত জন ছাত্রকে নগদ অর্থ এবং সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার অসহায় মানুষকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। করোনা ভাইরাসের কারনে নিম্ন আয়ের মানুষগুলো অনেক কষ্টে আছে। তাই সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে আমরা দাড়িয়েিেছ। আমার একমাত্র সন্তানের জন্য সবাই দোয়া করবেন যেনো প্রিয়ম কাঁচপুরী সবার পাশে থেকে সেবা করতে পারে।