সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। রবিবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সানারপাড় স্বরুপকাঠি নার্সারীতে একটি বাজারের ব্যাগের ভিতরে নবজাতকের মৃতদেহ দেখতে পায় লোকজন। পরে তাৎক্ষনিক ভাবে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মীর শাহীন পারভেজ, ওসি অপারেশন জসিম উদ্দিন ও এসআই মাহবুব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল পাঠায়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের প্রাথমিক ধারনা নবজাতকটি ভুমিষ্ঠ হওয়ার আগে এমআরআই করে নবজাতকটি বাজারের ব্যাগে করে নার্সারীতে ফেলে যায়। কে বা কারা উক্ত ঘটনাটির সাথে জড়িত তা এখনো জানা যায়নি। উক্ত বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।