সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি নজরুল ইসলামকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে একটি কুচক্রি মহল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে ষড়যন্ত্রকারীরা। নারায়নগঞ্জ-০৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের আদর্শের সৈনিক সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুলকে নিয়ে আবারো ষড়যন্ত্রে মেতেছে ষড়যন্ত্রকারীরা। এতে করে ক্ষোভ প্রকাশ করেছেন সিদ্ধিরগঞ্জে বিভিন্ন নেতাকর্মীরা। ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট হলো জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে আওয়ামীলীগের নেতাকর্মীদের ঘায়েল করা। সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বলেন, আমরা নারায়নগঞ্জ-০৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মাটি ও মানুষের নেতা একেএম শামীম ওসমানের সৈনিক। শামীম সৈনিকদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন তাদের অসৎ উদ্দেশ্য কখনো সফল হবেনা। এমপি শামীম ওসমানের ডাকে ঐদিন ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। নজরুল আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন বানচালকারীদের নারায়নগঞ্জ-০৪ আসনের এমপি শামীম ওসমানের নেতৃত্বে কঠোর হাতে দমন করা হবে। বিএনপি জামাতের দোসরা আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। নজরুল বলেন, একটি পক্ষ আমার বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করছে। কারন তাদের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা আমাকে নিয়ে ষড়যন্ত্রে মেতেছে। নজরুল ষড়যন্ত্রকারীদের হুশিয়ার করে বলেন, আমি নজরুল শামীম সৈনিক, যতদিন বাঁচবো ততদিন অন্যায়ের প্রতিবাদ করবো। আর শিমরাইল এলাকাতে কোন ধরনের অন্যায় অবিচার করতে দেওয়া হবে না। পাশাপাশি সিদ্ধিরগঞ্জে সকল জনগনের কাছে অনুরোধ করে নজরুল বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিন এবং নারায়নগঞ্জ-০৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের হাত আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।