স্টাফ রিপোর্টার: পীরনেপীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী (র) এর ৪০ তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক ১১ পৌষ ১৪২৬ বাংলা,২৬ ডিসেম্বর ২০১৯, ১ দিন ব্যাপি অনুষ্ঠিত হয়। নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ পাইনাদী রেকমতআলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বয়াতীর বাড়ীর প্রাঙ্গনে। গত বৃস্পতিবার বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল এবং রাত ৯ ঘটিকায় বাউল গান পরিবেশন করা হয়। বাৎসরিক ওরশ মোবারক কমিটির পক্ষে আরজগুজার আব্দুল মালেক সরকার (বয়াতী) সাধারন সম্পাদক বাংলাদেশ বাউল সমিতি ও একতা বাউল শিল্পী সমিতি এর পক্ষ থেকে দূর-দূরান্তের সকল ভক্ত ও আশেকগনদের আমন্ত্রন জানান। আনুষ্ঠানে বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে ঝর্না সরকার ও ফজল সরকার গান পরিবেশন করেন। উক্ত ওরশ মোবারক অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মালেক সরকার (বয়তী) বড় ছেলে মো: জুম্মান সরকার সাংগঠনিক সম্পাদক ১ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ। উক্ত ওরশে আমন্ত্রতি অতিথিরা হলেন- চন্দনশীল দাদা সিনিয়ার সহ-সভাপতি নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগ, আলহাজ্ব মজিবুর রহমান সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ, ,মো:শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু সভাপতি নারায়নগঞ্জ মহানগর যুবলীগ, মো:সাদেকুর রহমান সাদেক সহ-সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ, আলহাজ্ব আব্দুল মতিন প্রধান সাবেক পৌর প্রশাসক,হাজী মো: সিরাজুল ইসলাম বিশিস্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক,এম.এ জামান যুগ্ন-আহবায়ক সিাদ্ধরগঞ্জ থানা যুবলীগ, আব্দুল সামাদ বেপারী সভাপতি আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ, হাজী মো: শফিকুল ইসলাম সফিক সাবেক সহ-সভাপতি নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগ,আব্দুল বারেক মিয়া সভাপতি ১ নং ওয়ার্ড শ্রমিকলীগ,মো: সুমন সহ-সভাপতি আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ,হাজী আব্দুর রব বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক,মো: আনিছুর রহমান মিশু যুবলীগ নেতা,মো: সামসুউদ্দিন (সামসু) বিসিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক,আব্দুল জলিল যুগ্ন সাধারন সম্পাদক ১ নং ওয়ার্ড শ্রমিকলীগ,মো:পারভেজ সরকার,মো:ইমরান সরকার,মো: আনিছ,মো:মোক্তার হোসেন,মো:জসিম উদ্দিন জসিম। উক্ত বাৎসরিক ওরশ মাহফিলে বাউল গানের মধ্যে দিয়ে আনুষ্ঠান শেষ হয়।