স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে র্যালী, আলোচনা সভা, মিলাদ ও কেক কাটা হয়।
শুক্রবার ২৭জুলাই বিকাল সাড়ে ৫টার সময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা ও থানা কমিটির নেতৃবৃন্দরা আওয়ামী সেচ্ছাসেবকলীগ এর জন্মদিন উপলক্ষ্যে আনন্দ র্যালী’র ব্যানারে একটি র্যালী নিয়ে সিদ্ধিরগঞ্জ পোল থেকে শুরু করে আদমজী রোড ঘুড়ে পূনরায় থানা আওয়ামীলীগ কার্যালয়ে এসে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: জুয়েল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম জয়।
সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মুক্তার। দপ্তর সম্পাদক রকিবুল হাসান রেসিন। কার্য নির্বাহী সদস্য মো: নাদিম শেখ ও রকিবুল ইসলাম সুমন। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর সভাপতিত্ব করেন মো: হাজী জহির। নেতা কর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ,হাজী জহিরুল হক, মো: সাইদুল ইসলাম, আরজু মিয়া, আলমগীর হোসেন, মেহেদী হাসান, আব্দুল আজীজ, সোহাগ মৃধা, সাইদুল ইসলাম, জালাল উদ্দিন, মনির হোসেন, যুবলীগ নেতা মাসুদ, আলাউদ্দিন, ছাত্রলীগ নেতা আ: মজিদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল বলেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সম্পাদকের তত্বাবধানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সারা দেশে কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রী যাকে মনোনীত করে নৌকার প্রতিক দিবেন, আমরা তার জন্য কাজ করে যাব।
জননেত্রী শেখ হাসিনার উন্নয়ণমূলক কর্মকান্ড জনগনের দুয়ারে পৌছে দেয়া প্রতিটি স্বেচ্ছাসেবক কর্মীর দায়িত্ব। সভা শেষে জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয়ের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে সংগঠন ও সজিব ওয়াজেদ জয় এর জন্ম দিনের কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।