সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : জাতীয় সাংবাদিক সংস্থার সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি মোঃ হান্নান প্রধানের উদ্যোগে বুধবার (১৭ মার্চ) বাদ মাগরিব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়েছে। নাসিক ৬ নং ওয়ার্ডের এসও রোডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি মোঃ হান্নান প্রধান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব মতিউর রহমান মতি। পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি আলহাজ্ব মতিউর রহমান মতি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের লক্ষে একের পর এক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। দেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। শেখ হাসিনা সরকার বার বার দরকার। বাংলাদেশে মহামারী করোনা ভাইরাস এর মধ্যেও দেশের উন্নয়ন মূলক কর্মকান্ড অব্যাহত রেখেছেন আমাদের প্রানপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। বক্তব্য শেষে কেক কাটা হয় এবং এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ও অসহায় গরীবদের মাঝে খাবার বিতরন করা হয়।