স্টাফ রিপোর্টার : সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল সহ নয়ন নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুকের নেতৃত্বে থানা পুলিশ নাসিক ১ নং ওয়ার্ডের কুয়েত প্লাজা ১০ তলা বিল্ডিং এর সামনে থেকে মোটর সাইকেলসহ নয়নকে গ্রেফতার করা হয়। মামলা সুত্রে জানা যায়, গত ১৪ ই ফেব্রুয়ারী চিটাগাংরোড মুক্তিনগর এলাকায় বাদীর সুমনের বাসার সামনে থেকে লাল ও ও ধুসর রঙ্গের একটি জিকসার মোটর সাইকেল চুরি হয়। যার রেজিঃ নং ঢাকা মেট্রো- ল-৪৬-৩৮২৮। পরে সুমন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাত আসামী করে একটি চুরি মামলা দায়ের করে। যার নং-১৩। মামলার ভিত্তিতে গত (বুধবার গভীর রাতে) সিদ্ধিরগঞ্জ থানার অভিসার ইনচার্জ কামরুল ফারুক নিজেই সঙ্গীয় ফোর্স নিয়ে নয়ন (২৫) কে মোটর সাইকেল সহ আটক করে। গ্রেফতারকৃত নয়ন ভোলা জেলার দৌলতখান থানার জয়নগর গ্রামের নাগরআলীর ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া মোটর সাইকেলসহ নয়ন নামে এক যুবককে গ্রেফাতর করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় চুরি মামলা দায়ের করা হয়েছে।