অর্থনীতিউপজেলাচট্টগ্রামপ্রকৃতি ও পরিবেশশিরোনামসারাদেশ হাটহাজারীতে দেড় লাখ টাকার সেগুন গাছ জব্দ দ্বারা শাপলা টিভি - আগস্ট ১৯, ২০২০ 0 14 Share Facebook Twitter Pinterest WhatsApp Linkedin Email Print Telegram VK Viber Naver ডেস্ক রিপোর্ট ॥ চট্টগ্রামের হাটহাজারীর মন্দাকিনী খাল দিয়ে পাচারের সময় দেড় লাখ টাকার চোরাই সেগুন কাঠ জব্দ করা হয়েছে। হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে। গতকাল মঙ্গলবার সামাজিক ডেযাগাযোগ মাধ্যমে এক ব্যত্তির দেয়া তথ্যের ভিত্তিতে উদালিয়া ফকির টিলার উত্তরে মন্দাকিনী খালের পাড়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ১৫৪ পিছ সেগুন কাঠ জব্দ করেন তিনি। এসময় গাছ চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। নিউজ৭১/জেএম