ডেস্ক রিপোর্ট॥
হাতিয়া সন্দ্বীপ চ্যানেলে ভাসান চরের কাছে গম ও চিনি বোঝাই দুটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।এ ঘটনায় ১৩ নাবিক বর্তমানে নিখোঁজ রয়েছে।
গতকাল শনিবার চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে থাকা গম বোঝাই মাদার ভ্যাসেল থেকে পণ্য নিয়ে ঢাকায় যাওয়ার সময় পৃথক র্দুঘটনায় উত্তাল সাগরের ঢেউয়ে কবলিত হয়ে দুটি লাইটারেজ জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটে। বিরূপ আবহাওয়ার কারণে সাগরে উত্তাল ঢেউয়ের তোড়ে গম বোঝাই জাহাজ এমভি আখতার বানু-১ ও চিনি বোঝাই এমভি সিটি-১৪ নামের দুটি লাইটারেজ জাহাজ ডুবে যায় । চিনি বোঝাই এমভি সিটি-১৪ এর ১২ নাবিক উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে এমভি আখতার বানু-১ লাইটারেজ জাহাজটির ১৩ নাবিক।
নিখোঁজ নাবিকদের উদ্ধারে কোস্টর্গাড ও নৌবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছেন।
নিউজ৭১/জেএম/এআরএন