শাপলা টিভি রিপোর্টঃ
বিগত ৩০ বছরের মধ্যে এবারই মুনাফা বিহীন অর্থবছর কাটিয়েছে এমিরেটস্ গ্রুপ। অর্থাৎ এবছরই সর্বোচ্চ লোকসান গুনেছে এমিরেটস্ গ্রুপ।
আজ এমিরেটস্ গ্রুপ কর্তৃক বিগত অর্থবছরের (এপ্রিল ২০২০-মার্চ ২০২১) অর্থবছরের আর্থিক রিপোর্ট প্রকাশ করেছে।
রিপোর্টে বলা হয়, বৈশ্বিক করোনা মহামারীর কারণে চলতি অর্থবছরে এমিরেটস্ গ্রুপ আমিরাত দিনার হিসেবে ২২.১ বিলিয়ন (৬.০ বিলিয়ন ইউ.এস ডলার) লোকসান করেছে।
অথচ এমিরেটস্ পূর্বের বছর ১.৭ বিলিয়ন ডলার মুনাফা করেছিল কিন্তু চলতি বছর ৬৬% রাজস্ব ধ্বস নামে।
এমিরেটস্ গ্রুপের চেয়ারম্যান ও চীফ এক্সিকিউটিভ জানান, কভিড-১৯ মহামারীর কারণে মানুষের জীবন জীবিকা, অর্থনীতি বিশেষকরে ভ্রমণ শিল্পের উপর সরাসরি আঘাত হানে। বিভিন্ন দেশ তাদের বর্ডার বন্ধ করে দেয়ার ফলে এমিরেটস-এর উপর ব্যাপক আঘাত আসে।
তিনি আরো বলেন, আমরা জানি কবে করোনা মহামারীর শেষ হবে; তবে এটা জানি আমাদের এই ক্ষতি কাটিয়ে উঠা কষ্টকর।
করোনাকালীন সময়ে এমিরেটস্ গ্রুপের ৭৫,১৪৫ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ৩১% লোককে চাকুরীচ্যুত করা হয়।
এমিরেটস্ গ্রুপের আর্থিক রিপোর্ট বিস্তারিত পড়তে ক্লিক করুন-