আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৯-এ থাকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজটা শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৩। সিরিজের প্রথম ম্যাচ জিতে এক রেটিং পয়েন্ট পেয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। কিন্তু গত বুধবার দিবারাত্রির ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে তিন রানে হেরে তিন রেটিং পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯১। র্যাঙ্কিংয়ের সাতে থাকা বাংলাদেশের জন্য উইন্ডিজদের বিরুদ্ধে সিরিজটা কঠিন হয়ে পড়েছে। র্যাঙ্কিংয়ের নিচের দল বলে ক্যারিবিয়ানদের কাছে হারলেই বিপদ টাইগারদের জন্য।
তিন ম্যাচের সিরিজ এখন ১-১ এ সমতা। সেন্ট কিটসে শেষ ম্যাচে জিতলে এক পয়েন্ট পাবে বাংলাদেশ। আর হেরে গেলে আবারও তিন পয়েন্ট হারাবে। সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে ৮৮।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পরেই আছে শ্রীলঙ্কা। যাদের রেটিং পয়েন্ট ৭৭। ছয় নম্বরে থাকা অস্ট্রেলিয়ার (রেটিং পয়েন্ট ১০০) সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখন ৯। বাংলাদেশের বিরুদ্ধে জয়ে তিন পয়েন্ট পেয়ে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট এখন ৭০।