শাপলা টিভি রিপোর্টঃ
আগামীকাল (২৭ ফেব্রুয়ারী) শনিবার থেকে পরবর্তী ৩০ ঘন্টার জন্য জোহানেবার্গ উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় পানি সাপ্লাই বন্ধ থাকবে।
রেন্ড ওয়াটার কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল শনিবার দুপুর ১টা থেকে তারা পানির লাইন বিচ্ছিন্ন করবে; তবে পরবর্তী ৩০ঘন্টার মধ্যে পুনরায় সংযোগ দিতে পারবে বলে কর্তৃপক্ষ আশাবাদী।
লাইন বিচ্ছিন্ন করার ফলে যেসব এলাকা ক্ষতিগ্রস্থ হবে সেগুলো হলো-Coronationville, Westdene, Newlands, Westbury, Melville, Auckland Park, Greenside, and Albertville.
পানির লাইনে ভেলপ ও বাইপাস ভেলপ পরিবর্তন করার জন্য কর্তৃপক্ষ লাইন সাময়িক সময়ের বিচ্ছিন্ন করবে। এজন্য জনসাধারণকে পর্যাপ্ত পানি মজুদ করতে বলা হয়েছে।