শাপলা টিভি রিপোর্টঃ
দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের কুরুমান এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত ও দুই জন গুরুতর আহত হয়েছেন।
আজ (৯ মার্চ) সকালে দুই বাংলাদেশী ব্যবসায়িক কাজ শেষে কুরুমান থেকে ডানিস্কুইল যাবার পথে তারা দুর্ঘটনায় পতিত হন। এসময় ঘটনাস্থলে সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশী নিহত হন এবং মারুফ নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। এছাড়াও স্থানীয় এক কৃষ্ণাঙ্গ তাদের সাথে আহত হয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী ইমরান আহমেদ জানান, সাইফুল ইসলামদের গাড়ির টায়ার বাস্ট হয়ে এই দুর্ঘটনা ঘটে। তিনি নিহত সাইফুল ইসলাম ও আহত মারুফ আহমেদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
মরহুম সাইফুল ইসলাম নোয়াখালী জেলার সুধারাম থানার সফিপুর গ্রামের সামছুল হকের ছেলে।
সাইফুল ইসলামের মরদেহ দেহ দেশে পাঠাতে যে বা যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সেইফ বাংলাদেশী’র ওয়ার্কিং কমিটির নেতৃবৃন্দ।

