শাপলা টিভি রিপোর্টঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ইস্টার্ণকেপ প্রভিন্স বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ এপ্রিল স্থানীয় ইস্ট লন্ডনের একটি হলে ইস্টার্ণকেপ প্রভিন্স বিএনপির যুগ্ম আহবায়ক সালেহ আহমদ হীরণের সভাপতিত্বে ও বিএনপি নেতা ফরহাদ পাটোয়ারী মিটুর পরিচালনায় আলোচনা সভায় কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ফরিদ আহমদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন দক্ষিণ আফ্রিকা (সাউথ) কমিটির সদস্য সচিব ও ইস্টার্ণকেপ বিএনপির আহবায়ক আব্দুল মজিদ প্রান্তিক। প্রধান বক্তা ছিলেন ইস্টার্ণকেপ বিএনপির সদস্য সচিব ফয়সল আহমদ।
বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী উদযাপন দক্ষিণ আফ্রিকা (সাউথ) কমিটির যুগ্ম আহবায়ক আবু নাসের, বিএনপি নেতা জিয়াউল করিম সোহেল, এইচ এম হালিম মোল্লা, আব্দুল হক কাইয়ুম, দেলোয়ার হোসেন, আব্দুল খালেক, মোঃ মুন্না, রাজু আহমেদ নয়ন, সাইফুল ইসলাম, আব্দুর রহিম, কামরুল হাসান, মাসুদ রানা, মিজু সানি প্রমুখ।
অনুষ্ঠানে নেতাকর্মীদের মাঝে বিভিন্ন গিফট প্রদান করা হয় এবং এক নৈশভোজ অনুষ্ঠিত হয়।