বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোয়াজিল্যান্ড বিএনপির উদ্যোগে গতকাল (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
সোয়াজিল্যান্ড বিএনপির উপদেষ্টা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রায়হানুল ইসলাম রিপন ভুইঁয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোয়াজিল্যান্ড বিএনপির সভাপতি সাহাব উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সোয়াজিল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উজ্জ্বল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোয়াজিল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা মনির হোসেন মনু, উপদেষ্টা নূর আলম চৌধুরী রোমান, সিনিয়র সভাপতি সৈয়দ সায়েদুল ইসলাম সজিব, সহ সভাপতি শফিকুল ইসলাম শফি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।