শাপলা টিভি রিপোর্ট:
বিশ্ব রেঙ্কিংয়ে এক বছরের মধ্যে ৫ ধাপ এগিয়ে এক দশক পর সাউথ আফ্রিকার পাসপোর্টের অবস্থান এখন ৪৮ তম। ফলে ভিসা ফ্রি ১০৬ দেশে ভ্রমন করতে পারবে সাউথ আফ্রিকার পাসপোর্টধারীরা।
এক বছরের মধ্যে পাসপোর্ট শক্তিশালী হওয়ায় আশার আলো দেখছেন দক্ষিণ আফ্রিকার হোম এফেয়ার্স মিনিস্টার ড. লিওন শ্রেইবার।
এর আগে ২০১৪ সালে সাউথ আফ্রিকার পাসপোর্ট ছিলো ৪১তম র্যাঙ্কে। এরপর থেকে তার অবনতি হয়ে গত ১০ বছর ধরে ৫০-এর উপরে ছিলো অবস্থান।