শাপলা টিভি রিপোর্ট:
দক্ষিণ আফ্রিকায় ২০২৪ সালের মেট্রিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে বাংলাদেশী বংশোদ্ভুত অনেক শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে অন্যতম কেপটাউনের মরিয়ম মুনির।
কেপটাউনের রাস্টেনবার্গ হাইস্কুল থেকে মরিয়ম মুনির মেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ ফলাফল করে। সে ১০টি বিষয়ের মধ্যে ৭টিতে ডেসটিঙ্কশন (লেটার মার্কস) পেয়েছে। তার স্কুলের মধ্যে সে টপ ফাইভ মেধাক্রমে রয়েছে।
তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের কারণে সে ওয়ার্ল্ড রেঙ্কিংয়ে ১৭৩ তম কেপটাউন ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে পড়ার সুযোগ পেয়েছে। এছাড়াও ওয়ার্ল্ড রেঙ্কে ২৮৩তম স্টেলেনবস ইউনিভার্সিটিতেও উচ্চতর ডিগ্রী পড়ার চান্স পেয়েছে মরিয়ম।
মরিয়ম মুনির কেপটাউনের প্রবীণ কমিউনিটি নেতা ও দক্ষিণ আফ্রিকা বিএনপি (সাউথ)-এর সভাপতি মোস্তফা কামালের বড় মেয়ে। তার কৃতিত্বপূর্ণ সাফল্য ও ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মোস্তফা কামাল।