শাপলা টিভি রিপোর্ট:
দক্ষিণ আফ্রিকার ডারবানের অদুরে মার্গারেট শহরে সম্প্রতি দুই বাংলাদেশী অপহরণে জড়িত অপর চার বাংলাদেশীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গতকাল (২৪ মে) অভিযুক্ত চার বাংলাদেশী কিডন্যাপারকে স্থানীয় ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হলে আসামীরা নিজেই জামিন প্রার্থনা করে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে আগামী ৩রা জুন পরবর্তী তারিখ ধার্য করেন।
গতকাল যখন আদালতে অভিযুক্তদের তোলা হয় তখন সেখানের অর্ধশত প্রবাসী বাংলাদেশি হাজির হন৷ তারা আদালতে সামনে জানান, অভিযুক্ত কিডন্যাপারদের যেনো সর্বোচ্চ শাস্তি দেয় হয়। আদালতে উপস্থিত হওয়া চার বাংলাদেশী মুখ ঢেকে রাখে সর্বক্ষণ।
তাদের মধ্যে দুইজনকে সনাক্ত করেন সেখানকার বাংলাদেশীরা। তাদের একজন হলেন জাকির সরদার ও অপরজন মোহাম্মদ রানা। জাকিরের দেশের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানায় এবং রানার বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে। এছাড়াও অপর দুই কিডন্যাপার হলো- ফেনীর নুরে আলম সজিব ও মানিকগঞ্জের রাজু আহমেদ।
মার্গারেট শহরের বাংলাদেশি কমিউনিটির সভাপতি শরীফ উদ্দিন শাপলা টিভিকে জানান, গতকাল বিচারের দাবীতে আদালতে অর্ধশতাধিক বাংলাদেশী উপস্থিত ছিলেন। এসব কিডন্যাপারদের বিচারের দাবীতে সকল প্রবাসী ঐক্যবদ্ধ।
মামলার বাদী রিয়াদ হোসেন জানান, কমিউনিটির সবাইকে নিয়ে আমরা কিডন্যাপারদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত মামলা চালিয়ে যাবো। কিডন্যাপিং নির্মুলে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাবো।